আশায় আশায়
সব হারিয়েছি জীবনের
পেয়েছি কি সান্তনা না ?
না
পেয়েছি যত অনিশ্চয়তা চিন্তা।
আমাকে আশা দিয়ে পৃথিবী বঞ্চিত করল শেষে।
নিরুদ্দেশ করল দিশেহারা
গন্ত্যবের পথ দিতে চেয়েন করলো পথ ভোলা।
তবুও আমি হাসি
বেদনা রাখি না কখও,
কেননা যে দিকেই যাই, পৌছিব
জীবনের শেষ ঠিকানায়।।
No comments:
Post a Comment
Thanks