অতপর

উদাস হয়ে যায়নি
সুখে বেঁচে আছি।
পথ দেখিয়ে ছিল চন্দ্রিমা আমায়
নিত্য প্রেমের বসতি।
আশা গুলো মরে,পুড়ে ভঙ্গ হয়েছে
দূর দিগন্তের পথ  ডেকে নিয়ে
            তুমি হীন, অতপর------।
ও আমার নীল পদ্ম,
ফুটেছিলে গহীন জলে।
সোভনা, তুমি দুঃখ দিলে আমাকে!
অগ্নি আমি কামনায় যুবক
নির্বাসিত করেছি নিজেকে,

No comments:

Post a Comment

Thanks

Ip Sohel Rana

কি কারণে এই সার্চ ইন্জিন অপটিমাইজেশন SEO করা 

আপনাদর অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কেন আমরা এই SEO করবো।এর জন্য সবচেয়ে ভাল উত্তর হল ওয়েব সাইটের ভিজিটর বা ট্রাফিক বাড়ানোর জন্য আমরা এই S...

Ip Sohel Rana