গল্প থেকে কিছু শিখি

গল্প থেকে কিছু শিখি !!!!!

একদিন এক লোক রাতের বেলা তার বাসায় যাচ্ছিল । পথিমধ্যে দেখতে পেল কয়েক জন লোক এক লোক কে ধরে আছে আর এক লোক ঐ লোক টার পেটে এক ছুড়ি ঢুকিয়ে দিল । সে যখন ঐলোক গুলোর দিকে যায় তখন ঐলোক গুলো তাকে দেখে পালিয়ে যায় । তখন ছুড়ি খাওয়া লোকটা কাতরাচ্ছিল । সে তখন ছুড়িটা টান দিয়ে বের করে ফেলল এবং সাথে সাথে লোকটি মারা গেল ।

এরই মধ্যে পুলিশ আসল এবং তার হাতে ছুড়ি দেখে তাকে খুনি হিসেবে চিহ্নিত করল । তাকে গ্রেফতার করে নিয়ে গেল । যথা সময়ে বিচার বসল । বিচারে সে দোষী সাব্যস্থ হল ।

ঐলোকটার কথা কেউ কানে তুললনা যে সে খুন করেনি । কিন্তু তার কথা কেউ বিশ্বাস করল না । তার ফাঁসির হুকুম হল ।

একদিন বিচারক তার সাথে দেখা করতে কয়েদখানায় গেল । বিচারক তাকে বলল - আমার মনে হয়েছে তুমি খুন করনি । কিন্তু সাক্ষী প্রমানের অভাবে তুমি দোষী সাব্যস্ত হয়েছো ।

কিন্তু একজন নির্দোষ মানুষ তো এভাবে সাজা পেতে পারেনা । আচ্চা বলত তুমি এমন কোন কাজ কখনও করেছিলে যা খুনের মত । তখন বলল হুজুর আমার পাশের বাড়ির লোকদের সাথে আমার শত্রুতা ছিল ।

একদিন আমি দেখি ঐ শত্রুর ছোট ছেলে এক পুকুরের পানিতে পড়ে হাবুডুবু খেতে খেতে ডুবে মরছিল । আমি তখন ঐ ছেলেটিকে বাঁচানোর কোন চেষ্টা না করে চুপচাপ চলে এসেছিলাম । পরে ঐ ছেলেটি পানিতে ডুবে মারা যায় ।

বিচারক একথা শুনে বলল এখন বুঝতে পারছি কেন তুমি খুন না করেও ফাঁসির আসামি ।

No comments:

Post a Comment

Thanks

Ip Sohel Rana

কি কারণে এই সার্চ ইন্জিন অপটিমাইজেশন SEO করা 

আপনাদর অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কেন আমরা এই SEO করবো।এর জন্য সবচেয়ে ভাল উত্তর হল ওয়েব সাইটের ভিজিটর বা ট্রাফিক বাড়ানোর জন্য আমরা এই S...

Ip Sohel Rana