টাইটানিক

১/টাইটানিকের পুরো নাম-রয়্যাল মেল স্টিমার| 

২/ টাইটানিকের প্রস্তুতকারক-উত্তর আয়ারল্যান্ডের নামী কোম্পানী হারল্যান্ড এন্ড উলফ| 

৩/টাইটানিকের নির্মান সংস্থার নাম-হোয়াইট স্টার লাইন| 

৪/টাইটানিক জাহাজের উচ্চতা-১০৪ ফুট| 

৫/টাইটানিক জাহাজের দৈর্ঘ্য- ২৭৫ মিটার| 

৬/ টাইটানিকের ওজন প্রায় ৬০ হাজার টন| 

৭/টাইটানিকের কর্মকর্তা- ৮৮৫ জন|

৮/ টাইটানিকের যাত্রী সংখ্যা- ২,২২৩ জন| 

৯/টাইটানিকের নির্মান খরচ- ১৩ লক্ষ পাউন্ড প্রায়|

১০/টাইটানিকের নির্মানে সময় লেগেছিল-৬ বছর (১৯০৭-১৯১২)| ১১/ টাইটানিকের প্রথম সমুদ্র যাত্রা শুরু-১০ এপ্রিল ১৯১২ ইং| 

১২/ টাইটানিক যাত্রা শুরু করে- ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে এবং গন্তব্য ছিল নিউইয়র্ক|

১৩/টাইটানিকের সমুদ্র যাত্রার ৪র্থ দিনে ১৯১২ সালের ১৪ই এপ্রিল রাত ১০টা ২৩ মিনিটে উত্তর আটলান্টিকের নিউফার্ডল্যান্ডের কাছে জলের তলায় লুকিয়ে থাকা ১আইস বর্গের সাথে সজোরে ধাক্কা লাগে|

১৪/এই ভয়ঙ্কর দুর্ঘটনায় ১,৫১৩ জন যাত্রী সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায়| 

১৫/টাইটানিক যখন সমুদ্র পৃষ্ঠে ডুবে যায় তখন রাত ২টা ২০ মিনিট|

No comments:

Post a Comment

Thanks

Ip Sohel Rana

কি কারণে এই সার্চ ইন্জিন অপটিমাইজেশন SEO করা 

আপনাদর অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কেন আমরা এই SEO করবো।এর জন্য সবচেয়ে ভাল উত্তর হল ওয়েব সাইটের ভিজিটর বা ট্রাফিক বাড়ানোর জন্য আমরা এই S...

Ip Sohel Rana