ব্যবসায় শিক্ষা

ব্যবসায় শিক্ষা (ইংরেজি: Business Studies) একটি একাডেমিক বিষয়।বাংলাদেশে যে তিনটি বিভাগ নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে পড়ানো হয়,ব্যবসায় শিক্ষা বিভাগটি তার মধ্যে অন্যতম। অস্ট্রেলিয়াআর্জেন্টিনা,আয়ারল্যান্ডকানাডাজিম্বাবুয়েতানজানিয়া,দক্ষিণ আফ্রিকানেপালনিউজিল্যান্ড,পাকিস্তানবাংলাদেশভারতমালয়েশিয়া,যুক্তরাজ্যশ্রীলঙ্কাসুইডেন এবং হংকংয়েমাধ্যমিক স্তরে, সেইসাথে অনেক দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ানো হয়ে থাকে। এ শিক্ষা বা গবেষণায় হিসাববিজ্ঞানফাইন্যান্স ও ব্যাংকিং,ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা,বিপণন,অর্থনীতি এবং কোনো কোনো ক্ষেত্রে ভূগোল নামক বিষয়গুলোর সম্মিলন রয়েছে।বাংলাদেশে ব্যবসায় শিক্ষা নামক বিভাগটি সাধারণত নিম্ন মাধ্যমিক স্তর থেকে পড়ানো হয়ে থাকে।[১]


বাংলাদেশে নিম্ন-মাধ্যমিক পর্যায় থেকে ব্যবসায় শিক্ষা পাঠদান কার্যক্রম শুরু হয়। উচ্চ-মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পর্যায়ের শিক্ষা কার্যক্রমেও ব্যবসায় শিক্ষা বিষয়ক আলাদা বিভাগ অনুযায়ী কার্যক্রম চালু রয়েছে।


No comments:

Post a Comment

Thanks

Ip Sohel Rana

কি কারণে এই সার্চ ইন্জিন অপটিমাইজেশন SEO করা 

আপনাদর অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কেন আমরা এই SEO করবো।এর জন্য সবচেয়ে ভাল উত্তর হল ওয়েব সাইটের ভিজিটর বা ট্রাফিক বাড়ানোর জন্য আমরা এই S...

Ip Sohel Rana