জোনাক পোকার আলোর রাসায়নিক ব্যাখ্যা


জোনাক নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। সাহিত্যে জোনাকি পোকা দিয়ে কত উপমা! স্ব-প্রভার ক্ষমতা, জোনাকি পোকাকে করেছে অনন্য।কিন্তু এর রসায়নটা কী? জোনাক আলোর ক্রিয়াকৌশল(mechanism) নিয়ে, গবেষণা হয়েছে এবং হচ্ছে।একক ক্রিয়াকৌশল(Unique Mechanism) ব্যাখ্যায়,গবেষকরা এখনো সিদ্ধান্তে আসতে পারেন নি। তবে মূল রসায়নটা জানা গেছে। সহজ করে ব্যাখ্যাকরলে বিষয়টা দাঁড়ায় এমন; জোনাকি পোকার নির্দিষ্ট কিছু কোষে লুসিফেরিন (luciferin) নামের অনু থাকে। সেই অনু, অক্সিজেনের সংস্পর্শে এসে,অক্সিলুসিফেরিন নামের একটি অনু তৈরি করে।লুসিফেরিন থেকে অক্সিলুসিফেরিন (oxyluciferin)রূপান্তরের বিক্রিয়ায় সাহায্য করে একটি এনজাইম। এনজাইমটির নাম লুসিফিরেজ (enzymeluciferase)। বিক্রিয়াটি তাপোৎপাদী। ফলে এই বিক্রিয়ায় উৎপন্ন তাপশক্তি, আমরা আলোক শক্তিরূপে দেখতে পাই। এক বাক্যে, রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন তাপশক্তির, আলোকশক্তিতে রূপান্তরই, জোনাক আলোর মূল উৎস।

No comments:

Post a Comment

Thanks

Ip Sohel Rana

কি কারণে এই সার্চ ইন্জিন অপটিমাইজেশন SEO করা 

আপনাদর অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কেন আমরা এই SEO করবো।এর জন্য সবচেয়ে ভাল উত্তর হল ওয়েব সাইটের ভিজিটর বা ট্রাফিক বাড়ানোর জন্য আমরা এই S...

Ip Sohel Rana