অদৃশ্য কালি দিয়ে চিঠি লেখা

অদৃশ্য কালি দিয়ে চিঠি লেখা !!!

আসসালামু আলাইকুম, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটি টিপস । অনেকেই হয়তো জানেন আবার অনেকেই হয়তো জানেন না । তবে যারা জানেন না তারা জানুন আর যারা জানেন তাদের জন্য হয়তো নতুন হিসেবে থাকবে কিভাবে ঘটে তার ব্যাখ্যা । আজকে আমরা দেখব কিভাবে অদৃশ্য কালি দিয়ে চিঠি লিখা যায় । চলুন দেখি -

কি কি লাগবে

* লেবু

* চিকন তুলি

* কাগজ

* হেয়ার ড্রাইয়ার/ইস্ত্রি/তাপ দেয়ার যেকোন কিছু

কি করতে হবে

* প্রথমে আপনি লেবুর রস একটা বাটিতে নিন ।

* চার/পাঁচ টি কাগজ নিয়ে যেকোন একটিতে তুলির সাহায্যে লেবুর রস দিয়ে চিঠি লিখুন ।

* তারপর কাগজটি ভালমত শুকিয়ে নিন । দেখবেন আপনার লেখা অদৃশ্য হয়ে গেছে ।

কিভাবে পড়তে হবে

* একটি ইস্ত্রি বা হেয়ার ড্রাইয়ার দিয়ে কাগজগুলো হিট দিন ।

* দেখা যাবে যে কাগজটিতে আপনি যা লিখেছিলেন তার লেখা কালো হয়ে স্পষ্ট হয়ে উঠবে ।

কিভাবে ঘটে

লেবুর রস দিয়ে কাগজে লেখার পর শুকালে লেবুর রস শুকিয়ে অদৃশ্য হয়ে যায় কিন্তু তা কাগজের মধ্যেই থাকে । প্রত্যেকটি জীবন্তু বস্তু বা প্রানীর মধ্যে কার্বন থাকে । লেবুর রসে এক ধরনের এসিড থাকে । যখন লেবুর রস দিয়ে লেখা কাগজে হিট দেয়া হয় তখন লেবুর রসের এসিডে যে কার্বন থাকে তা তাপে পুড়তে থাকে। ফলে তা কাল হয়ে লেখা স্পষ্ট হয়ে যায় ।

No comments:

Post a Comment

Thanks

Ip Sohel Rana

কি কারণে এই সার্চ ইন্জিন অপটিমাইজেশন SEO করা 

আপনাদর অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কেন আমরা এই SEO করবো।এর জন্য সবচেয়ে ভাল উত্তর হল ওয়েব সাইটের ভিজিটর বা ট্রাফিক বাড়ানোর জন্য আমরা এই S...

Ip Sohel Rana