যে সকল বিকারক ইলেক্ট্রন প্রিয় অর্থাৎ বিক্রিয়া কালে ইলেক্ট্রন গ্রহন করে তাকে ইলেক্ট্রন আকর্ষী বিকারক বলে ।
ইহা দুই প্রকার ।
যথা
১. ধনাত্বক ইলেক্ট্রোফাইল
২. প্রশম ইলেক্ট্রোফাইল
ধনাত্বক ইলেক্ট্রোফাইল মনে রাখার উপায়-
"কাকার নানা বাড়ীর পাশে হাটছে"
এখানে,
কা= কার্বোনিয়াম আয়ন R+
কা = কার্বোক্যাটায়ন .CH3+
না =নাইট্রোনিয়াম আয়ন NO2+
না= নাইট্রোসোনিয়াম আয়ন NO+
বাড়ীর =ব্রোমিয়াম Br+
পাশে =প্রোটন H+
হাটছে = হাইড্রোনিয়াম (H3O+
No comments:
Post a Comment
Thanks