ডাটা এন্ট্রির কাজগুলো কোথায় পাওয়া যাবে?

কোথায় পাওয়া যাবে?

 

ডাটা এন্ট্রির কাজগুলো সাধারণ ফ্রিল্যান্স আউটসোর্সিং মার্কেটপ্লেস সাইটেই পাওয়া যায়। অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে যাতে বলা হয় বিপুল পরিমাণে ডাটা এন্ট্রির কাজ পাওয়া যাবে। কিন্তু ওই সাইটে রেজিস্ট্রশন করার জন্য একটি নির্দিষ্ট ফি দিতে হয়। যেহেতু রেজিস্ট্রেশন করার পূর্বে আপনি জানতে পারছেন না সত্যিই ওই সাইটে কাজ পাওয়া যায় কি না, তাই এ ধরনের সাইটে রেজিস্ট্রেশন করা থেকে বিরত থাকাই ভাল। বিনামূল্যে রেজিস্ট্রেশন করে ডাটা এন্ট্রি কাজ পাওয়া যায় এরকম সাইট হচ্ছে : 

www.GetAFreelancer.com 
www.oDesk. Com 
www.GetACoder.com
www.Script Lance.com ইত্যাদি।

এই সাইটগুলোতে ডাটা এন্ট্রি কাজের আলাদা বিভাগ রয়েছে। সাইটগুলোতে কয়েকশত ডলার থেকে কয়েক হাজার ডলারের প্রজেক্ট রয়েছে। সাধারণত প্রতি এক হাজার ডাটা এন্ট্রির জন্য একটি নির্দিষ্ট ডলারের ভিত্তিতে কাজ পাওয়া যায়। অনেকক্ষেত্রে সম্পূর্ণ কাজের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দেয়া হয়।

প্রয়োজনীয় দক্ষতা

ডাটা এন্ট্রি প্রজেক্টে বিভিন্ন ধরনের দক্ষতার প্রয়োজন হয়, যা একটি প্রজেক্টের ওপর নির্ভর করে। অনেক ধরনের প্রজেক্ট পাওয়া যায় যাতে শুধু কপি-পেস্ট ছাড়া আর কোনো দক্ষতার প্রয়োজন হয় না। তবে সাধারণভাবে যে দক্ষতাগুলো সবসময় প্রয়োজন পড়বে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- দ্রুত টাইপ করার ক্ষমতা, মাইক্রোসফট ওয়ার্ড ও বিশেষ করে মাইক্রোসফট এক্সেলে পরিপূর্ণ দখল এবং সর্বোচ্চ ইংরেজিতে ভালো জ্ঞান। তার সাথে রয়েছে ইন্টারনেটে সার্চ করে কোনো একটি তথ্য খুঁজে পাবার দক্ষতা এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইট, ফোরাম, ওয়েব ডিরেক্টরি সম্পর্কে ভালো ধারণা।

🌎🏪🏯 Ip Sohel Teaching Home ব্লগের জন্য কোনো লেখা পাঠাতে চাইলে, সরাসরি আপনার লেখাটি ই-মেইল করুন এই ঠিকানায়: ipsohel0@gmail.com

লেখাটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না!

আমাদের সেকশনসমূহ

আমাদের সেকশনসমূহ Select Category Global ইন্টারভিউয়ের সাতসতেরো এইচএসসি একাডেমিকস্‌ ক্যারিয়ার চাকরির খোঁজে! জীবন থেকে নেয়া জীবনযাত্রা জীবনী টেকনোলজি দৈনন্দিন পড়াশোনার টিপস প্রেরণামূলক গল্পের ঝুলি প্রোডাক্টিভিটি বিজ্ঞান বিবিধ ব্লগ ভিডিও ভর্তি পরীক্ষা ভ্রমণ লাইফ হ্যাকস সহশিক্ষা সাম্প্রতিক সিভির হালচাল সেরা বই স্কিল ডেভেলপমেন্ট 

🏥🏥
আপনার লেখা পাঠিয়ে দিন
IP Sohel Teaching Home ব্লগে আমরা পাঠকদেরও উৎসাহিত করে থাকি তাদের পড়াশোনা-সংক্রান্ত যে কোনো মতামত ব্যক্ত করতে।

আপনার যে কোনো লেখা/ মতামত আমাদের কাছে পৌঁছে দিতে ই-মেইল করুন এই ঠিকানায়: ipsohel0@gmail.com


No comments:

Post a Comment

Thanks

Ip Sohel Rana

কি কারণে এই সার্চ ইন্জিন অপটিমাইজেশন SEO করা 

আপনাদর অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কেন আমরা এই SEO করবো।এর জন্য সবচেয়ে ভাল উত্তর হল ওয়েব সাইটের ভিজিটর বা ট্রাফিক বাড়ানোর জন্য আমরা এই S...

Ip Sohel Rana