২০১৯ হিসাব বিজ্ঞানের সাজেশনসের কিছু প্রয়োজনীয় তথ্য

১। নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে-
উত্তর: (গ) পণ্য ক্রয়
২। বিজ্ঞাপন খরচ পাঁচ বছরের জন্য ২০,০০০
টাকা পরিশোধ করলে ১ম বছর শেষে
বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত হবে?
উত্তর: (ঘ) ১৬,০০০ টাকা
৪। উৎপাদন ব্যয়ের সাথে প্রশাসনিক ও বিক্রয়
উপরিব্যয় যোগ করলে কী পাওয়া যায়?
উত্তর: (ক) মোট ব্যয়
৫। তারল্য অনুপাতের আদর্শ মান কোনটি?
উত্তর: (গ) ১ : ১
৬। জনাব মাহমুদের মুখ্য ব্যয়ের পরিমাণ কত?
উত্তর: (ঘ) ২৫,০০০ টাকা
৭। জনাব মাহমুদের রূপান্তর ব্যয়ের পরিমাণ
কত?
উত্তর: (ক) ৮,০০০ টাকা
৮। উদ্দীপকের লেনদেনটি জনাব রুপম
কত টাকায় হিসাবভুক্ত করবেন?
উত্তর: (খ) ৩৬,০০০ টাকা
১০। পারিবারিক আয়ের শতকরা কতভাগ খাদ্য
খাতে ব্যয় করা উচিত?
উত্তর: (খ) ২০%-২৫%
১১। হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য
হলো-
উত্তর: (খ) আর্থিক ফলাফল নির্ণয় ও আর্থিক
অবস্থা নিরূপণ
১২। লুকা প্যাসিওলি কী ছিলেন?
উত্তর: (গ) দার্শনিক
১৩। সঠিক সমীকরণ কোনটি?
উত্তর: (খ) A = (L + (C + R – E – D)
১৪। প্রতিটি লেনদেন প্রভাবিত করে-
উত্তর: (ঘ) i, ii, iii
১৫। চলমান জের ছক অনুসরণ করে হিসাবের
জের কখন নির্ণয় করা হয়?
উত্তর: (ঘ) প্রতিটি লেনদেন লিপিবদ্ধকরণের
পরে
১৬। জনাব জাহিদের মূলধনজাতীয় ব্যয় কত?
উত্তর: (ক) ৪,২০,০০০ টাকা
১৭। জনাব জাহিদের মূলধনজাতীয় আয়ের
পরিমাণ কত?
উত্তর: (খ) ২০,০০০ টাকা

No comments:

Post a Comment

Thanks

Ip Sohel Rana

কি কারণে এই সার্চ ইন্জিন অপটিমাইজেশন SEO করা 

আপনাদর অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কেন আমরা এই SEO করবো।এর জন্য সবচেয়ে ভাল উত্তর হল ওয়েব সাইটের ভিজিটর বা ট্রাফিক বাড়ানোর জন্য আমরা এই S...

Ip Sohel Rana