বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান

১) বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কাকে বলা হয় ? উঃ বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।

২) শেখ মুজিবকে 'বঙ্গবন্ধু' উপাধি কে দেন? উ: তোফায়েল আহম্মেদ -

৩) কোথায় 'বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? উ: রেসকোর্স ময়দানে -

৪) শেখ মুজিবকে 'বঙ্গবন্ধু' উপাধি দেয়া হয় কবে? উ: ২৩ ফেব্রুয়ারী ১৯৬৯ সালে -

৫) ছয়দফা ১ম কবে ঘোষনা করেন? উ: ৫ ফেব্রুয়ারী ১৯৬৬ -

৬) বিরোধীদলের সম্মেলনে মুজিব কবে ছয়দফা উথ্থাপন করেন? উ: ১৩ ফেব্রুয়ারী ১৯৬৬ -

৭) শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন? উ: ২৩ মার্চ ১৯৬৬ -

৮) কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়? উ: লাহোর প্রস্তাব -

৯) ঐতিহাসিক 'ছয়দফা' কে ষোষনা করেন? উ: শেখ মুজিবুর রহমান -

১০) 'বাঙ্গালী জাতির মুক্তির সনদ' হিসেবে পরিচিত কোনটি? উ: ছয়দফা -

১১) পূর্ব পাকিস্থানের নামকরণ "বাংলাদেশ" করা হয় কবে? উ: ৫ ডিসেম্বর ১৯৬৯ সালে -

১২) কে বাংলাদেশ নামকরন করেন? উ: শেখ মুজিবুর রহমান -

১৩) শেখ মুজিবুর রহমানকে 'জাতির জনক' ঘোষনা করা হয় কবে? উ: ৩ মার্চ ১৯৭১ -

১৪) কে শেখ মুজিবকে জাতির জনক ঘোষনা করেন? উ: আ.স.ম. আব্দুর রব -

১৫) শেখ মুজিব কে জাতির জনক ঘোষনা করা হয় কোথায়? উ: পল্টন ময়দানে -

১৬) আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে? উ: ৩ জানুয়ারী ১৯৬৮ -

১৭) আগরতলা মামলার মোট আসামী কতজন ছিল? উ: ৩৫ জন (শেখ মুজিব সহ) -

১৮) আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামী কে ছিল? উ: শেখ মুজিবুর রহমান -

১৯) আগরতলা ষড়যন্ত্র মামলা কি নামে দায়ের করা হয়েছিল? উ: "রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য"

No comments:

Post a Comment

Thanks

Ip Sohel Rana

কি কারণে এই সার্চ ইন্জিন অপটিমাইজেশন SEO করা 

আপনাদর অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কেন আমরা এই SEO করবো।এর জন্য সবচেয়ে ভাল উত্তর হল ওয়েব সাইটের ভিজিটর বা ট্রাফিক বাড়ানোর জন্য আমরা এই S...

Ip Sohel Rana