বিসিএস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পর্ব ১

কম্পিউটার ১

আধুনিক কম্পিউটারের জনক বলা হয়-John von Neumann;কম্পিউটারের জনক-চার্লস ব্যাবেজ; 
কম্পিউটারের আবিস্কারক- হাওয়ার্ড অ্যইকেন; 
আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজনীয়তা শেষ হওয়ার কারণ- ফটো লিথোগ্রাফী; 
কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে- সেন্ট্রাল প্রসেসিং ইউনিট; 
কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলীকে বলা হয়- প্রোগ্রাম; 
কম্পিউটার ভাইরাস- একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার। 
কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝায় এর প্রোগ্রাম বা কর্মপরিকল্পনা কৌশল; 
মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয়- এসেম্বলি; 
প্রথম ল্যাপটপ কম্পিউটার- এপসন, ১৯৮২; 
ওরাকল- একটি ডেটাবেস সফটওয়্যার; 
প্রথম কম্পিউটার প্রোগ্রামার- লেডি অ্যডা অসাস্টা বায়রন 
বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম DOS, UNIX 
বাংলাদেশের একমাত্র সুপার কম্পিউটার – বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ল্যাবে (IBM RS/ 6000 SP.) 
মাইক্রো প্রসেসরের প্রথম আবির্ভাব কবে ঘটে? উত্তরঃ- ১৯৭১ সালে 
কোনটি ডাটাবেজ Language? উত্তরঃ-Oracle 
কম্পিউটারের প্রাইমারী মেমোরী কোনটি? উত্তরঃ- RAM 
প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে? উত্তরঃ- RAM এ 
কম্পিউটারের মূল মেমোরী তৈরি কোন জিনিস দ্বারা? উত্তরঃ- সিলিকন 
কম্পিউটারে সিস্টেম এ Scanner এ স্কানার কোন ধরণের যন্ত্র? উত্তরঃ- ইনপুট 
কম্পিউটার মেমোরী থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কী বলে? উত্তরঃ-  রিড  (Read) 
কম্পিউটার ভাইরাস হলো কী উত্তরঃ- একটি ক্ষতিকারক প্রোগ্রাম 
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে? উত্তরঃ- ROM 
পৃথিবীতে সর্বপ্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করেন কোন প্রতিষ্ঠান? উত্তরঃ- এপসন কোম্পানী, ১৯৮১ সালে 
টেপরেকর্ডার এবং কম্পিউটার স্মৃতির ফিতায় কোনটি ব্যবহৃত হয় ? উত্তরঃ-স্থায়ী চুম্বক 
কম্পিউটারের কি নেই? উত্তরঃ-বুদ্ধি বিবেচনা 
মাইক্রোসফট কি? উত্তরঃ-কম্পিউটার সফটওয়ার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি? 
পৃথিবীর প্রথম গণনাযন্ত্রের নাম কী? উত্তরঃ- অ্যাবাকাস 
প্রথম তৈরি পারসোনাল কম্পিউটার কোনটি? উত্তরঃ- অ্যালটেয়ার ৮৮০০

No comments:

Post a Comment

Thanks

Ip Sohel Rana

কি কারণে এই সার্চ ইন্জিন অপটিমাইজেশন SEO করা 

আপনাদর অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কেন আমরা এই SEO করবো।এর জন্য সবচেয়ে ভাল উত্তর হল ওয়েব সাইটের ভিজিটর বা ট্রাফিক বাড়ানোর জন্য আমরা এই S...

Ip Sohel Rana