কম্পিউটার ১
আধুনিক কম্পিউটারের জনক বলা হয়-John von Neumann;কম্পিউটারের জনক-চার্লস ব্যাবেজ;
কম্পিউটারের আবিস্কারক- হাওয়ার্ড অ্যইকেন;
আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজনীয়তা শেষ হওয়ার কারণ- ফটো লিথোগ্রাফী;
কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে- সেন্ট্রাল প্রসেসিং ইউনিট;
কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলীকে বলা হয়- প্রোগ্রাম;
কম্পিউটার ভাইরাস- একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝায় এর প্রোগ্রাম বা কর্মপরিকল্পনা কৌশল;
মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয়- এসেম্বলি;
প্রথম ল্যাপটপ কম্পিউটার- এপসন, ১৯৮২;
ওরাকল- একটি ডেটাবেস সফটওয়্যার;
প্রথম কম্পিউটার প্রোগ্রামার- লেডি অ্যডা অসাস্টা বায়রন
বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম DOS, UNIX
বাংলাদেশের একমাত্র সুপার কম্পিউটার – বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ল্যাবে (IBM RS/ 6000 SP.)
মাইক্রো প্রসেসরের প্রথম আবির্ভাব কবে ঘটে? উত্তরঃ- ১৯৭১ সালে
কোনটি ডাটাবেজ Language? উত্তরঃ-Oracle
কম্পিউটারের প্রাইমারী মেমোরী কোনটি? উত্তরঃ- RAM
প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে? উত্তরঃ- RAM এ
কম্পিউটারের মূল মেমোরী তৈরি কোন জিনিস দ্বারা? উত্তরঃ- সিলিকন
কম্পিউটারে সিস্টেম এ Scanner এ স্কানার কোন ধরণের যন্ত্র? উত্তরঃ- ইনপুট
কম্পিউটার মেমোরী থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কী বলে? উত্তরঃ- রিড (Read)
কম্পিউটার ভাইরাস হলো কী উত্তরঃ- একটি ক্ষতিকারক প্রোগ্রাম
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে? উত্তরঃ- ROM
পৃথিবীতে সর্বপ্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করেন কোন প্রতিষ্ঠান? উত্তরঃ- এপসন কোম্পানী, ১৯৮১ সালে
টেপরেকর্ডার এবং কম্পিউটার স্মৃতির ফিতায় কোনটি ব্যবহৃত হয় ? উত্তরঃ-স্থায়ী চুম্বক
কম্পিউটারের কি নেই? উত্তরঃ-বুদ্ধি বিবেচনা
মাইক্রোসফট কি? উত্তরঃ-কম্পিউটার সফটওয়ার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?
পৃথিবীর প্রথম গণনাযন্ত্রের নাম কী? উত্তরঃ- অ্যাবাকাস
প্রথম তৈরি পারসোনাল কম্পিউটার কোনটি? উত্তরঃ- অ্যালটেয়ার ৮৮০০
No comments:
Post a Comment
Thanks