১। জন্ডিসে কোন অঙ্গটি আক্রান্ত হয়?
উঃ যকৃত।
২। এন্টিবায়োটিকের কাজ কি?
উঃ জীবাণু ধ্বংস করা।
৩। রেডিও আইসোটোপ কোন রোগ নির্ণয়ে ব্যবহৃত হয়?
উঃ গলগন্ড রোগ।
৪। ভায়াগ্রা কি?
উঃ যৌনশক্তি বৃদ্ধিকারক ঔষধ।
৫। রক্তশুন্যতার অপর নাম কি?
উঃ অ্যানিমিয়া।
৬। নিউমোনিয়া রোগটি কোথায় হয়?
উঃ ফুসফুসে।
৭। আলট্রাভায়োলেট রশ্মি কোন রোগের সৃষ্টি করে?
উঃ চর্ম ক্যান্সার।
৮। কোনটি ম্যালেরিয়া জীবণু বহনকারী মশা?
উঃ এনোফিলিশ।
৯। ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা দেওয়ার পদ্ধতিকে কি বলে?
উঃ টেলি মেডিসিন।
১০। বিষাক্ত নিকোটিন কিসে থাকে?
উঃ তামাকে।
১। সুষম খাদ্যের উপাদান কয়টি?
উঃ ৬ টি।
২। হাড় ও দাঁতকে মজবুদ করে কোনটি?
উঃ ক্যালসিয়াম ও ফসফরাস।
৩। চা পাতায় কোন ভিটামিন থাকে?
উঃ ভিটামিন বি কমপ্লেক্স।
৪। ম্যালিক এসিড থাকে কিসে?
উঃ টমেটোতে।
৫। কোন ভিটামিন ক্ষতস্থানের রক্ত পড়া বন্ধ করে?
উঃ ভিটামিন কে।
৬। প্রোটিনের মূল উপাদান কি?
উঃ নাইট্রোজেন।
৭। দুধের রং সাদা হয় কেন?
উঃ প্রোটিনের জন্য।
৮। ভিটামিন 'সি' এর রাসায়নিক নাম কি?
উঃ অ্যাসকরবিক এসিড।
৯। কোন খাদ্যে পচন ধরে না?
উঃ মধু।
১০। কচুশাকে কোনটি বেশি থাকে?
উঃ লৌহ।
🌎🏪🏯 Ip Sohel Teaching Home ব্লগের জন্য কোনো লেখা পাঠাতে চাইলে, সরাসরি আপনার লেখাটি ই-মেইল করুন এই ঠিকানায়: ipsohel0@gmail.com
লেখাটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না!
আমাদের সেকশনসমূহ
আমাদের সেকশনসমূহ Select Category Global ইন্টারভিউয়ের সাতসতেরো এইচএসসি একাডেমিকস্ ক্যারিয়ার চাকরির খোঁজে! জীবন থেকে নেয়া জীবনযাত্রা জীবনী টেকনোলজি দৈনন্দিন পড়াশোনার টিপস প্রেরণামূলক গল্পের ঝুলি প্রোডাক্টিভিটি বিজ্ঞান বিবিধ ব্লগ ভিডিও ভর্তি পরীক্ষা ভ্রমণ লাইফ হ্যাকস সহশিক্ষা সাম্প্রতিক সিভির হালচাল সেরা বই স্কিল ডেভেলপমেন্ট
🏥🏥
আপনার লেখা পাঠিয়ে দিন
IP Sohel Teaching Home ব্লগে আমরা পাঠকদেরও উৎসাহিত করে থাকি তাদের পড়াশোনা-সংক্রান্ত যে কোনো মতামত ব্যক্ত করতে।
আপনার যে কোনো লেখা/ মতামত আমাদের কাছে পৌঁছে দিতে ই-মেইল করুন এই ঠিকানায়: ipsohel0@gmail.com
No comments:
Post a Comment
Thanks