রসায়ন : Ph নির্ণয়


ক্যালকুলেটর নিষিদ্ধ হওয়ায় ভর্তি পরীক্ষায় অনেক কাজ দেবে বলে আশা করি।
. .005 M H²SO⁴ এর pH কত ?
→ -log (0.005 x 2) [যেহেতু H ২টা ]
→ -log (.01)
→ 2
.
pH এর শর্টকাট ট্রিকঃ
.
যদি দশমিক সংখ্যার শেষ অঙ্ক 1 থাকে তবে দশমিকের পর যতগুলো অঙ্ক থাকে তার pH তত ।
0.01 M ঘনমাত্রার pH এর কত ?
0.01 এখানে দশমিকের পর দুই ঘর আছে তাই এর pH 2

No comments:

Post a Comment

Thanks

Ip Sohel Rana

কি কারণে এই সার্চ ইন্জিন অপটিমাইজেশন SEO করা 

আপনাদর অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কেন আমরা এই SEO করবো।এর জন্য সবচেয়ে ভাল উত্তর হল ওয়েব সাইটের ভিজিটর বা ট্রাফিক বাড়ানোর জন্য আমরা এই S...

Ip Sohel Rana