শিশুর সুন্দর সুন্দর ইসলামী নাম ও অর্থ

শিশুর জন্মের পর তার জন্য একটি সুন্দর ইসলামী নাম রাখা প্রত্যেক মুসলিম পিতা-মাতার কর্তব্য। মুসলিম বিশ্বের অন্যান্য অঞ্চলের মুসলিমদের ন্যায় বাংলাদেশের মুসলিমদের মাঝেও ইসলামী সংস্কৃতি ও মুসলিম ঐতিহ্যের সাথে মিল রেখে শিশুর নাম নির্বাচন করার আগ্রহ দেখা যায়। এজন্য তাঁরা নবজাতকের নাম নির্বাচনে পরিচিত আলেম-ওলামাদের শরণাপন্ন হন। তবে সত্যি কথা বলতে কী এ বিষয়ে আমাদের পড়াশুনা একেবারে অপ্রতুল। তাই ইসলামী নাম রাখার আগ্রহ থাকার পরও অজ্ঞতাবশত আমরা এমনসব নাম নির্বাচন করে ফেলি যেগুলো আদৌ ইসলামী নামের আওতাভুক্ত নয়।
নির্বাচিত কিছু পুরুষ সাহাবীর নাম :

সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন- চারজন খলিফা। মর্যাদা অনুযায়ী তাঁদের সুপরিচিত নাম বা উপনাম হচ্ছে- 

আবু বকর (أَبُوْ بَكْر),

উমর (عُمَرُ), 

উসমান (عُثْمَانُ),

আলী (عَلِيٌّ)।

এর পরের মর্যাদায় রয়েছেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত বাকী ৬ জন সাহাবী।

তাঁদের নাম হচ্ছে- আব্দুর রহমান (عبد الرحمن), 

যুবাইর (الزبير),

তালহা (طَلْحَةُ),

সাদ (سَعْدٌ),

আবু উবাইদা (أَبُوْ عُبَيْدَةُ),

সাঈদ (سَعِيْدٌ)। 

এরপর মর্যদাবান হচ্ছেন- বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীগণ।

বিশিষ্ট সাহাবী যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহ তার ৯ জন ছেলের নাম রেখেছিলেন বদরের যুদ্ধে শহীদ হওয়া ৯ জন সাহাবীর নামে।

তাঁরা হলেন- আব্দুল্লাহ (عَبْدُ الله)

, মুনযির (مُنْذِرٌ), 

উরওয়া (عُرْوَةُ), 

হামযা (حَمْزَةُ),

জাফর (جَعْفَرٌ), 

মুস‘আব (مُصْعَبٌ),

উবাইদা (عُبَيْدَةُ),

খালেদ (خَالِدٌ), 

উমর (عُمَرُ)।
ছেলে শিশুর আরো কিছু সুন্দর নাম :

উসামা (أسامة-সিংহ),

হামদান (প্রশংসাকারী),

লাবীব (لبيب-বুদ্ধিমান), 

রাযীন (رزين-গাম্ভীর্যশীল),

রাইয়্যান (ريَّان-জান্নাতের দরজা বিশেষ),

মামদুহ (مَمْدُوْح-প্রশংসিত),

নাবহান (نَبْهَان- খ্যাতিমান),

নাবীল (نَبِيْل-শ্রেষ্ঠ),

নাদীম (نَدِيْم-অন্তরঙ্গ বন্ধু),

ইমাদ (عِمَاد- সুদৃঢ়স্তম্ভ),

মাকহুল (مكحول-সুরমাচোখ), ম

াইমূন (مَيْمُوْن- সৌভাগ্যবান), 

তামীম (تَمِيْم-দৈহিক ও চারিত্রিকভাবে পরিপূর্ণ),

হুসাম (حُسَام-ধারালো তরবারি),

(بَدْرٌ-পূর্ণিমার চাঁদ), 

হাম্মাদ (حَمَّادٌ-অধিক প্রশংসাকারী), 

হামদান (حَمْدَانُ-প্রশংসাকারী), 

সাফওয়ান (صَفْوَانُ-স্বচ্ছ শিলা),

গানেম (غَانِمٌ-গাজী, বিজয়ী), 

খাত্তাব (خَطَّابٌ-সুবক্তা), 

সাবেত (ثَابِتٌ-অবিচল),

জারীর (جَرِيْرٌ- রশি),

খালাফ (خَلَفٌ- বংশধর),

জুনাদা (جُنَادَةُ- সাহায্যকারী),

ইয়াদ (إِيَادٌ-শক্তিমান),

ইয়াস (إِيَاسٌ-দান),

যুবাইর (زُبَيْرٌ- বুদ্ধিমান),

শাকের (شَاكِرٌ-কৃতজ্ঞ), 

আব্দুল মুজিব (عَبْدُ الْمُجِيْبِ- উত্তরদাতার বান্দা),

আব্দুল মুমিন (عَبْدُ الْمُؤْمِنِ- নিরাপত্তাদাতার বান্দা),

কুদামা (قُدَامَةُ- অগ্রণী),

সুহাইব (صُهَيْبٌ-যার চুল কিছুটা লালচে) ইত্যাদি।
মেয়ে শিশুর আরো কিছু সুন্দর নাম:

রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীবর্গ তথা উম্মেহাতুল মুমিনীন এর নাম:

খাদিজা (خَدِيْجَةُ),

সাওদা (سَوْدَةُ),

আয়েশা (عَائِشَةُ), 

হাফসা (حَفْصَةُ), 

যয়নব (زَيْنَبُ),

উম্মে সালামা (أُمِّ سَلَمَة),

উম্মে হাবিবা (أُمِّ حَبِيْبَة),

জুওয়াইরিয়া (جُوَيْرِيَةُ),

সাফিয়্যা (صَفِيَّةُ)।

রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর কন্যাবর্গের নাম:

ফাতেমা (فَاطِمَةُ), 

রোকেয়া (رُقَيَّةُ),

উম্মে কুলসুম (أُمُّ كلْثُوْم)

আরো কিছু নেককার নারীর নাম-

সারা (سَارَة),

হাজেরা (هَاجِر),

মরিয়ম (مَرْيَم)।

No comments:

Post a Comment

Thanks

Ip Sohel Rana

কি কারণে এই সার্চ ইন্জিন অপটিমাইজেশন SEO করা 

আপনাদর অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কেন আমরা এই SEO করবো।এর জন্য সবচেয়ে ভাল উত্তর হল ওয়েব সাইটের ভিজিটর বা ট্রাফিক বাড়ানোর জন্য আমরা এই S...

Ip Sohel Rana