গঠন অনুসারে এসিড দুই প্রকার।
যথাঃ
(ক) হাইড্রাসিড
(খ) অক্সি এসিড
হাইড্রাসিডঃ যে এসিডের অণুতে হাইড্রোজেন ও অন্য আধাতব মৌল থাকে কিন্তু অক্সিজেন থাকে না তাকে হাইড্রাসিড বলে। যেমনঃ HCl, HBr, HI,HCN ইত্যাদি।
অক্সি এসিডঃ যে এসিডের অণুতে হাইড্রোজেনের সাথে অক্সিজেন ও অন্য এক বা একাধিক অধাতব মৌল থাকে উহাকে অক্সি এসিড বলে। যেমনঃ HNO3, H2SO4, H3PO4 ইত্যাদি।
উৎস অনুসারে দুই প্রকার। যথাঃ
(ক) অজৈব এসিড
(খ) জৈব এসিড
অজৈব এসিডঃ HCl, HBr, HI,HCN ইত্যাদি।
জৈব এসিডঃ অ্যাসিটিক এসিড (CH3-COOH), সাইট্রিক এসিড (C6H8O7), অকজালিক এসিড (HOOC-COOH), ফরমিক এসিড (H-COOH) শক্তিমাত্রা অনুসারে দুই প্রকার।
যথাঃ
(ক) তীব্র এসিড (Strong Acids)
(খ) মৃদু এসিড (Weak Acids)
তীব্র এসিড (Strong Acids):যে সমস্ত এসিড পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে প্রচুর পরিমাণে হাইড্রোজেন আয়ন (H+) দেয় তাকে তীব্র এসিড (Strong Acids) বলে। যেমনঃ HNO3, H2SO4 ইত্যাদি।
মৃদু এসিড (Weak Acids): যে সমস্ত এসিড পানিতে সামান্য পরিমাণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন (H+) দেয় তাকে মৃদু এসিড (Weak Acids) বলে। যেমনঃ অ্যাসিটিক এসিড (CH3-COOH), সাইট্রিক এসিড (C6H8O7), অকজালিক এসিড (HOOC-COOH), ফরমিক এসিড (H-COOH) ইত্যাদি।
ক্ষারকত্ব অনুসারে চার প্রকার। যথাঃ
(ক) এক ক্ষারকীয় এসিড
(খ) দ্বি-ক্ষারকীয় এসিড
(গ) ত্রি-ক্ষারকীয় এসিড
(ঘ) চার ক্ষারকীয় এসিড
এক ক্ষারকীয় এসিডঃ একটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সমন্বিত এসিডকে এক ক্ষারকীয় এসিড বলে। যেমনঃ HBr, HNO3 ইত্যাদি।
দ্বি-ক্ষারকীয় এসিডঃ দু’টি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সমন্বিত এসিডকে দ্বি-ক্ষারকীয় এসিড বলে। যেমনঃ H2SO4, H2SO3, H2CO3 ইত্যাদি।
ত্রি-ক্ষারকীয় এসিডঃ তিনটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সমন্বিত এসিডকে ত্রি-ক্ষারকীয় এসিড বলে। যেমনঃ H3PO4, H2SO3, H2BO3 ইত্যাদি।
চার ক্ষারকীয় এসিডঃ চারটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সমন্বিত এসিডকে চার ক্ষারকীয় এসিড বলে। যেমনঃ H4P2O7 ইত্যাদি।
Thanks a lot
ReplyDeletethanks😇
ReplyDeleteThank You and that i have a neat give: How Much House Renovation Cost Philippines renovate my house
ReplyDelete